যত ব্যথা যত কথা আর যা হয়
তবু বুক থর থর মন কথোপথন
বাড়ি না ফিরে এভাবে নিঃশেষ
নিথর দেহ লাশ হয়ে জন সম্মুখে
মেধা নিষ্পেষিত রাস্তার উপর আত্ম ত্যাগের বলি
বিজয়ের গান লাশের মিছিল
তোরা ভাল থাক আজীবন
মনের দুয়ারে স্মৃতি
শ্রদ্ধা ভক্তি স্মরনে প্রতি বছর
একটা ফুল দিয়ে মেধার শহীদ মিনারে
নুয়ে পরিস সকল মেধা প্রেমিক
এতেই সব দুঃখ বিনাশ
প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে
মেধার শহীদ মিনার
দাঁড়িয়ে বিজয়ের স্মৃতি
আত্মত্যাগের স্মৃতি স্মরণ
সকল মেধাবী হৃদয় থেকে একফোটা অশ্রু
বেঁচে থাকব আজিবন মেধাবীদের হৃদয়ে