যাবো না মা দিদির বাড়ি
দিদির শশুর  বড্ড পাজি
জোর করে পাঠাসনে মা
আর ফিরবো না হয়তো বাড়ি
বিশ্বাস কর  মা ঐ নিষ্ঠুরা অনেক পাজি
দিদি যখন একলা কাঁদে
আমি তখন অনেক ভাবি
দিদির মতোই
অকোপটে ছিঁড়ে খায় গো দেহ খানি
চিৎকার করার আগে
মুখটা  চেপে মৃত্যুর দারপ্রান্তে
ধর্ষকরা এমন!  জীবন  নিচ্ছে কেঁড়ে
মা,বোন,নেই কি ঐ ধর্ষকদের
ওরা  হিংস্র জানোয়ার চেয়ে  ভয়ানক জাতি