ঘুম এসো না, ঘুম এসো না
ওগো ঘুমের মা
কাল যে মোর পরিক্ষা হবে
পড়তে হবে অনেক
তোমায় আমি পায়ে পরি
যাও গো এখন বাড়ি
পরিক্ষা শেষে তোমায় আমি
দেবো সোনার হার
তোমায় আমি পায়ে পরি
এখন চলে যাও।
পরিক্ষায় যদি ব্যর্থ হই
জীবন মোর একশ আনাই মিছে
তোমায় আমি হাতে ধরি
যাও গো তুমি বাড়ি
পড়ার কালে মাথার চুল
বেঁধেছি চেয়ারের সাথে
তোমার আসায় পড়া যেনো
নষ্ট না হয় মোর
ব্যথা পেয়ে আমি যেনো
তোমায় তারাই আগে
সেই বুদ্ধিটা আমায় দিছে
অতি আপন জনে
ঘুম এসো না, ঘুম এসো না
ওগো ঘুমের মা।
তোমায় কাছে মিনুতি করি
যাও গো তুমি বাড়ি