পথ হারিয়ে দিশেহারা
মনের অজান্তে
বিশ্বাস করে নিজের জীবন
উৎসর্গে দান কলঙ্কিত
হয়তবা সঠিক রাস্তা ভুলে গিয়েছি
যে পথে এসেছি
এই পথ থেকে সঠিক পথে
যাওয়া সম্ভব নয়  
জীবনের প্রতিটি মুহূর্ত
দুষ্টের দুশ্চরিত্র হয়ে ক্লান্ত পথিকের ন্যায়
পথ খুঁজে চাওয়া বিভর
বিভীষিকাময় জীবনের
শেষের অন্ত কোথায়?
পাশ থেকে হারিয়ে যাওয়া
অকৃতজ্ঞেদের কালো থাবা
অগ্নিগিরি উত্তাপের চেয়ে অদ্ভুত রুপ
অন্তের  হিসাব মিলাতে শত ঘন্টা
কোথায় যেনো একটুকো  মিলের অভাব।
নিখিলের অনন্তে শেষ ঠিকানায়
হাতছানির বার্তা
তবে দুল্যেকের মহা হিসাবে সম্মুখে কি জবাব?