দাসত্বের শিকলে বন্দী
হুকুমে গোলামের দাসত্ব
শুভ অশুভ দেখার প্রশ্ন নয়
শুধু হুকুমে গোলাম প্রস্তুত
পাপে পাপ গোলাম অসহায়
নিরুপায় বিদ্রোহী হলেই রাজ কারাদণ্ড
দাসত্বের শিকলে বন্দী
কত ইতিহাস রাজসাক্ষী
হাজারো গোলাম দুইদিগের
রাজ প্রজার সম্মুখীন অধমের ন্যায়
মিথ্যার জয়কে সত্যের প্রহশন
দুই এর মধ্যে এক হলেই
ক্লান্ত গোলাম নিশ্চুপ মৃত্যুদন্ড
হিসাব করলে সুখে আছে
সবুজ বনানীর নীচে
এক বেলা খেয়ে না খেয়ে
নিরব স্বপ্নের ঘুমান্ত মানব।