রাষ্ট্র কার হাতে দেবো?
বৈষম্যের বেরাজাল
প্রায় দের যুগ
রাক্ষসের থাবা থেকে কেড়ে নিয়ে দেখি
পথিমধ্যে
প্রায় দের যুগ ক্ষুধার্ত হায়েনা অফেক্ষায়
রাষ্ট্র সংস্করণের আগেই
গিলে ফেলতে চায়
হতবাক কি করবো?
পথ খুঁজি কাকে দেবো?
কিংকর্তব্যবিমূঢ়!
নাকি ভয়ানক থেকে ভয়াবহ রাষ্ট্র
এ যেন রাষ্ট্রের অভিশাপ
নিজেকে কলঙ্কিত জড়িয়ে
শূন্যতা ধেয়ে