আকাশ ঘিরে মেঘ ধরেছে
বাদল হবে মাঠে ।
দিঘির ব্যাঙ গান ধরেছে
মোদের বিয়ের মিলন হবে
নিরব বাদল রাতে।
দিঘির মাছের ফূর্তি হইছে
গুই সাপের ঐ ছা।
মজা করে তোদের খাবো
বুঝতে পারবি না।
টোনা টুনি ঐ রাগ করেছে
কেমনে বাসায় থাকবে মোদের ছা
বাদলের ঐ ন্যাকামিতে
ভাঙবে সাঁজের বাসা।
তরুলতার দুলদুলানি
ফূর্তি লাগে বৃক্ষের
প্রাণ জুড়ে আজ গা জুড়াবে
নাচবো দুলে দুলে।
ভালো মন্দ সবি থাকবে
এই দুনিয়ার বুকে।