মেঘের বাড়ি যাসনে তোরা
মেঘের অনেক রাগ
থপাস  থপাস শব্দ করে
অন্ধকারে রাত
বৃক্ষকিশোরী চেয়ে থাকে
দোল দোলানী গা
ঐ রাগে বৃষ্টি হবে
ভিঁজবে তার গা