সাদা সাদা বক সাদা
তুমি মেঘ বালিকা
তোমাকে খুঁজি ভাবি
পাহাড় পর্বতের চূড়ায়
তোমার প্রেমে উলমাদ
তোমার চলন ভঙ্গি সাহসিনি
নীলিমার সাথে মিশে যাওয়া
ভয়কে জয়ের কলধ্বনি
ভাবি খুঁজি তোমাকে
তুমি মেঘদের সাথে কথা বলো
কথা বলো পাহাড় পর্বতের সাথে
তুমি মেঘেদের সাথে খেলায় মেতে ওঠো
মেঘের রূপ তোমার রূপের মেঘমেলায়
রংধনুতে নীলিমার বধূবরণ
এক প্রান্ত থেকে আরেক প্রান্তর হারিয়ে যাও
খুঁজে পাওয়া দুষ্কর তবু তোমাকে খুঁজি....
সকালে শিশিরের সাথে
মেঘ মেলায় সাদা সাদা
বরফের আচমকা জেগে ওঠা...!
স্বপ্নধুসুর রোদ্দের লুকানো বরফের
মেঘবালায় মিলে যাওয়া
আমি বলি তুমি....... মেঘ বালিকা...!