ওরা মানুষ ওদের জীবন আছে
তাই বলে কি?
আলখাল্লা যখন যা
ওরা যে হাতে স্পর্শ তুচ্ছতাচ্ছিল ঘৃণা..
চরনের তলে জাত অজাতের প্রশ্ন
তবে কেন কেউ কাউকে ছাড়া
জীবনের অসঙ্গতি - ব্যমানান পৃথিবী
নৃগোষ্ঠী জাতি!
শৈল্পিক কারুকাজে বিচিত্র সৃষ্টি
অবজ্ঞা নয় সমঅধিকারে...
রুপরেখার জাতির সত্তা তুলে ধরা
মুখরিত সাজানো জাতি
কর্মস্পৃহার শৃঙ্খল বিচিত্র
রক্ত মাংসে কোন ভেদাভেদ নয়
সমৃদ্ধ হবে দেশ জাতি