এ কেমন মাস স্মৃতির পাতায়
বিশ্বাসের ঘরে চুরি
শুকুনের  লুকানো ছায়া
আঘাতের ক্ষত চিহ্ন
ক্ষত শুকানোর  কালক্ষেপণ
বিশ্বাসে নিঃশেষ

লোহার মরিচিকার দীর্ঘ কাল
বিশ্বাসে নিঃশেষ ক্ষণ কাল
হায়েনা দানব অফেক্ষা
আয়নায় প্রতিচ্ছবি  চেনা মুখ
আজ ভুলে আয়নায় একাত্বিত ছবি

মরিচিকার সুবাসে
নিজেকে ব্যমানান
মরিচিকার জীর্ণ  নোংরা
  প্রতিহত করতেই
বিশ্বাসে নিঃশেষ
আবার ফিরে আসবে কি?
ফিরে আসলেউ
বংশের নতুনকে যুগ  যুগ অফেক্ষায়