বিভাবসু কি বিস্ফোরণে ?
হাজার মানবের কান্না
হাজার মানবতার আর্তনাদ
ইতিহাসের পাতায় সৃষ্টির অবকাশ
রোজ তোকে পূজা দিতো
তবু তুই ছাড় দিলি না।
তোর রূপের ঝলকানো হাসি
হাজারো স্বপ্ন ভেঙে শেষ
মৃত্যুর ঘন্টা বাজিয়ে
নিশ্চুপে অন্ধকার কালো ধোয়ায় বন্দি
একাকার করে ইতিহাস সৃষ্টি বাস্তবায়ন রূপ
মুসলিম থেকে নব হিন্দু হয়েছে তোর পূজা অর্চনা করে
বৃষ্টি থেকে নামের রুপ পাল্টিয়ে অভিশ্রুতি শাস্ত্রী
পরিরারকে ধোঁকা দিয়ে
সনাতন এক যুবকের প্রেমে ধর্মান্তর হয়ে
ইতিহাস সাক্ষী কালজয়ী
তবে চিতায় জ্বলেছে জীবন্ত ভাবে প্রেমিকের সাথে
শতবাঁধা পেরিয়ে পরিরারের ক্রন্দনে ডি এনে টেস্টে
সমাধিটা হয়েছে প্রেমিক বাদে
শত বাঁধা পেরিয়ে দাফনের কাপড়ে
এ কেমন রূপ বিভাবসু তুই ছাড় দিলি না
বৃষ্টি নামের অভিশ্রুতি শাস্ত্রীকে।