এসো হে বৈশাখ
তোমাকে জানাই স্বাগতম
তুমি আসবে বলে
অফেক্ষায় এখোনো
গুনছিলাম দিন
এসোছো বলে আজ
উৎসবের আমেজ
ছড়িয়েছে চারদিক
তোমার মেলায় হাজার
ধরনের খেলনা
যাত্রা গানের পালা
পে পু বাঁশির আওয়াজ
নাগর দোলায় দুলছে
ভিন্ন ধরনের ফানুষ
হঠাৎ তোমার উদিগ্নতায়
আকাশে কালো মেঘ
সমিরনের ধাওয়া
শুরুহলো তোমার নাম
কাল বৈশাখী ঝড়
মেলায় দৌড়াদৌড়ি
কে যাবে আগে বাড়ি
উলট পালট করে দিলে
দেশের সর্বজায়গায়
বৃক্ষ লতা পশু পাখির
করে দিলে সবাইকে অঙ্গহানি
তুমি যে কাল বৈশাখী ঝড়
তান্ডবে ভোরে দিলে
ক্ষুদ্র জাতীর জিবনের
দুঃখের মহাপ্রলয়।