নীল আকাশ মেঘে ঢাকা
বলবি আমায় বল।
অবুঝ মনের বিরল টানে
পথের পথিক চল।