জৈষ্ঠ্যমাস এলে জানি
মধু মাস বলে
মধু মাসে বাংলাদেশে
নানা ফল যে ফলে।
মধু মাসের ফল ফলাদি
আম কাঁঠাল লিচু
জাম জামরুল আনারস
আরও কতো কিছু।
রসালু সব ফলের জন্যই
মধু মাস হয় নাম
মৌ মৌ ঘ্রাণে তাই
ভরে শহর গ্রাম।
মধু মাসের মধুর ফল
সব জায়গাতে পাই
যার যার সামর্থ্য মতো
তা সকলে খাই।
অনেক আছেন নেই সামর্থ্য
ফল ফলাদি খাওয়ার
তাদের প্রতি একটু নজর
থাকে যেনো সবার।