রমজানের শেষ দশকে
করলে ইতিকাফ
আল্লাহ তাআলা দয়া করে
গোনাহ করবেন মাফ।

পুরুষেরা মসজিদে
নারীরা নিজ গৃহে
দুনিয়াদারী ভুলে গিয়ে
থাকুন খোদার রাহে।

সঠিকভাবে যদি করেন
আদায় ইতিকাফ
দুটি হজ্জ আর উমরাহসম
সওয়াব হবে সাফ।

হাজার মাসের চেয়ে উত্তম
রাত্রির করতে খোঁজ
ধ্যানে মগ্ন থাকতে হবে
সকাল সন্ধা রোজ।

পাপমোচনের জন্য
রমজান মহা নিয়ামাত
যথাযথ ইবাদতে
লাভ হবে জান্নাত।

দুহাত তুলে খোদার তরে
করুন মোনাজাত
কবুল করে আল্লাহ তাআলা
যেনো দেন নাজাত।