রোজার শেষে ঈদ এসেছে
নিয়ে ভিষণ খুশি
গরীব দুঃখী সবার মুখে
ফুটুক ঈদের হাসি।

ঈদগাহে যাই নামাজ পড়ি
সবে মিলেমিশে
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
বুক মিলাবো জোশে।

খুঁজে নেবো অসহায়দের
দিতে ঈদ উপহার
দুর করিব হৃদয় থেকে
বড়াই  অহংকার।

ঈদের খুশি শুধু যেনো
ধনী লোকের নয়
গরীব লোকের জন্যে যেনো
ঈদের খুশি হয়।

মুসলিম বিশ্বে ঈদুল ফিতর
আল্লাহ পাকের দান
নবীর উম্মত যাঁরা সবে
গাইবো সাম্যের গান।