বিষণ্ন এই যাদুর শহরে একমুঠো রোদ চেয়েছি
ধূলাবালি মিশ্রিত লগনে ভোরের শিশির চেয়েছি
কেবল, কাগজের ফুল ও পানসে গন্ধ্য ছাড়া পাইনিতো কিছু আর...
হাহাকার কান্নার হাহাকার, রঙ্গিন দেয়াল জুড়ে স্বপ্ন গুলো একাকার!
ইট পাথরের এই শহরে পাব কি খোলাজানালা- হলদে পাখি আর ঘুড়ি উড়াবার?
ভোরের নগ্ন কুয়াশায় সাঁতরে মরে দূরন্ত কাক- এপার-ওপার পথ হারাবার
মেঘের এপিটাপে বৃষ্টির বিজয়উল্লাস- মশাল আর মানুষের কোলাহলে,
পথহারা পথিক খুঁজে আপন ঠিকানা- ফেস্টুনে কিংবা আলোর মিছিলে
কেবল, কাগজের ফুল ও পানসে গন্ধ্য ছাড়া পায়নাতো কিছু আর...
হাহাকার কান্নার হাহাকার, রঙ্গিন দেয়াল জুড়ে স্বপ্নেরা একাকার!
পাতাঝরা বৃক্ষেরা নির্বাক দাঁড়িয়ে- সবুজ আর হলদের কাড়াকাড়ি
বোবাকান্নারা আছড়ে মরে ফুটপাতে- দোলনচাঁপায় বৈশাখের ছড়াছড়ি
রিনিঝিনি রেশমিচুড়ি বাজে বালিকার হাতে- খোঁপায় কেয়ার মালা,
ছায়াবাজি এই মিছে শহরে মানুষ একসার জীবন্ত লাশের ডালা
কেবল, কাগজের ফুল ও পানসে গন্ধ্য ছাড়া পায়নাতো কিছু আর...
হাহাকার কান্নার হাহাকার, রঙ্গিন দেয়াল জুড়ে স্বপ্নেরা একাকার!