. 'প্রজাপতি বলিল, হরষে
মাটি ফাটিয়া উঠিল যে সরষে
দূর-পাড়াগাঁর মোতিবিলে
মেলিয়া আঁখি তাঁর
ফুটিল পুষ্প, টুটিল দ্বার,
আমরা তাঁর কানেকানে
ডেকে দিয়েছি বলে ।
নিশ্বাস ছাড়িয়া কহে, ঘাসফড়িং
রাতভর খেলেছি তিড়িং-বিড়িং
সরষে পুষ্প মঞ্জুরির সাথে,
যত শত আঁকাবাঁকা
কুয়াশার চাদরে ঢাকা
ছিলো গাঁ; কাঁচা-হলুদ রং মেখে তাহা
সাজিয়েছি প্রভাতে ।
ধীরে ধীরে বলিল, মৌমাছি !
মধুর লাগি ছিলেম জাগি কাছাকাছি
কুসুম কাননে আহা যাইনি'কক কাল,
রাত্তির থেকে ভোর
দু' চোখে ঘুম নেই মোর
মধু চাই: মধু চাই: সরষে ফুল তাই
জাগিল সকাল সকাল ।