' ধন্য আমি! ধন্য মাগো! ধন্য তরুলতা!
তোমার তরে জনম আমার জন্মই সার্থক'তা
জন্ম নিনু তোমার বুকে
জন্মেছি 'গো স্বর্গলোকে,
স্বর্গ যে তার রূপের বাহার দেখি তোমার অঙ্গে গাঁথা।।
তোমার প'রে আঁচল পেতে
পাইনি যে সুখ বিশ্বপথে,
আজ বিশ্ব তোমার চরন তলে তুমি মাগো বিশ্বমাতা।।
বাংলার মাটি-বায়ু-জল
বৃক্ষলতা-তরু-ফল,
ফুলে ফলে পাখি ডাকে, বলে সবে তোমার কথা।।
আমি যবে যাব চলে
কাঁনন-গিরি ঘাঁসের দলে,
রেখো আমায় তোমার বুকে, রাখো আমায় যথাতথা।।
_________
৩১/০৩/১৭
অমর একুশে হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়