সমবেত সকলে : স্নেহার্ত মুক্ত বঙ্গভূমিতে,
কাঁধে কাঁধ ছুঁইয়ে আর হাত রেখে হাতে
দেদার স্বপ্নবোনে আকাশে-বাতাসে-মর্ত্যসংসারে,
আহা! একটি মাত্র ধ্বনি বাজিবে বারে-বারে
"পাখির সমেত উড়ে উড়ে-ছুটে সমস্ত খোলা
আকাশে- নিত্য মুক্ত ছন্দ পাগল গাইবো, বাংলা
আমার প্রাণের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা"
নইলে- জন্মই মোদের বৃথা, বৃথা মনের সকল আশা
অতঃপর!__ দীর্ঘ নয় মাস রক্তের সংগ্রাম; শেষে,
জ্বলন্ত সরোবর হতে দীপ্ত নবীণ সূর্য এসে...
অসংখ্য উজ্জ্বল- অ আ ক সুস্পষ্ট অক্ষরে,__
দিলো বিজয়ের বাণী! বাংলা স্বাধীন আজ সকলের তরে