পড়ে আছে তোমার পায়ের ছাপ!
যেন, অম্লান টাইটানের গায়ে মাখা
দেদার সমুদ্র প্রবাল নীল সম্ভার লেগে থাকা
পিঙ্গল দরদভরা শান্তদৃষ্টিতে নিষ্পাপ
এমায়ুসের পথযাত্রা...
-তোমার পায়ের ছাপ!
যেন, ছেয়ে গেছে ঝিনুকের দেহে আঁকা
অলংকরনে টেনে হাজারো প্রতীমা রেখা;
বাদুঁরের মতো নিষ্পলক গন্ধে-
এলোমেলো পথ উড়ায়
জীর্ন দৃষ্টি ক্ষীনতায়:
সে যে তুমি, "সাপের ডিমের আঠা
লেগে থাকা, হাত দিয়ে আমার
হাতে ধরে হেটেছিলে"
উষ্ণ বারিধারায় গল্পের নরম বিকেলে;
শংখচিলের বেশে
লুটে চলা অজরের ধাঁচে,
আন্দামান পাড়ে
মেঠো পথ ধরে...
আঁকাবাঁকা পথোপায় মিশে গিয়েছে
নীল নক্ষত্রের দূর প্রান্তরে,
ধনুকের মতো ছুটে সাগরের ধূসরিত
নীলিমার বুক ফেরে।
সে কভে...?
তুমি তবে
সাদা পালক বকের মতো, চেয়ে-চেয়ে
পেঁচার ক্ষান্ত পাখার দূর নক্ষত্র ছোঁয়া বাতাসে-
আবার আসবে ফিরে
উত্তুঙ্গ প্রবাহে।
এক রাশ চলে গেলো
কত পৌষ এলো আর গেলো,
কত ধাঁন কাটা হলো সারা।
সেই ঝিঁলের পাড়ে
জোনাকির সাথে কথা বলা,
শকুনের মতো পৃথিবী বুকে উড়ে'
উড়ে' আর শ্মশানের পানে ফিরে;
একফসলা দীর্ঘশ্বাস ফেলা।
সে যে তুমি আপনা হাতে,
গাংচিলের ছোবলের মতো ছুঁইয়ে দিলে:
যে সরষের পাপড়িতে?
যেন ১-২-৩ দিন অনাহারে,
কেবল নীরব মিনতি ঝরে পড়ে
খাবার তুলে দেয়, মা পাখি তাঁরে
সেই অম্লান শ্রান্ত ছোঁয়ায়
একবার জাগে আবার স্বপ্নের মুঠোয়
প্রাণ আসে আর যায়-
সোনালি রোদ্র ভেজা ধূসর পৃথিবীর
সকল সুখ, সূর্যমুখির মতো আছে চেয়ে;
ফিরিয়ে উৎসুক করুণ মুখ
অশেষ প্রয়াস নিয়ে,
তোমার পায়ের ছাপে।
তোমার পায়ের ছাপে,
কখনো বা শিউরে উঠা মধু মাখা ভোরের কুয়াশায় !
কখনো আবার মুষল ধারায়!
বৃষ্টি ভেজা ময়ুক্ষীর দুদণ্ড পালকের ফোঁটায়!
হীমবাহের ঊর্মিমালার অশূভআত্মায়!
টুইটুম্বুর গড়ানো পাথরের গায়ে জেগে থাকা
উদাস সুভাশ শ্যাওলায়!
দু'পাড় তাঁর একূলে ওকূলে...
ছেয়ে গেছে ছোট-ছোট কচি-কচি তাঁজা ঘাস ফুলে!
ঘন কুয়াশা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফাঁক করে
সন্ধ্যাতারায় ছুটে চলে,
সমুদ্রগামী একদল নাবিক শিশির ধোয়া
হাওয়া টুটে দারিয়ে মাস্তুলে
অতিকায় শ্রান্ত পায় বন্যের ব্যঘ্যের মতো
হেঁটেছিলে তুমি, এ তিক্ত নোনা-কাদা জলে!
নীলকান্তময় দ্বীগ্বলয়ের বাটে প্রশারিত
দূর আকাশের সবটুকু আলো
বুনোহাঁসের একজোড়া চোখের মতো
বাঁকা জল ছল-ছল করে নাচে:
তোমার পায়ের ছাপে;
তোমার পায়ের ছাপে;
দু-চার-আধেক ফোঁটা পানিতে যেখানে
শ্রাবন ধারার জাগে প্রান...
পুঁটিমাছ করিতেছে খেলা,করিতেছে পূবের
অরুণ রবি সূর্য-স্নান ।