কৃশানু কেঁদে বলে,
ভাই মোর হাঁড়ি, দিও নাকো পাড়ি -মোদের একা ফেলে
কণ্ঠকও করে ভার...
দেখ পৃষ্ঠতলে, বন্ধু-স্বজন ভুলে -চেয়ে আছি পথ পারাবার
আগ্নেয়ের মতো নিজে জ্বলে-পুড়ে
লালি তোমা বুকে-পীঠে করে
আঁধারে রেখে মোদের যেওনা ছেড়ে
কেন তবে মিছে আশা বুকে পুষে?
পুড়ে-মরো-তোমা ধুকের তূষে
'হাঁড়ি বলে, অগ্নিকে___
তোমা মোদের পিঁছু থেকো নাকো,
যেমতি ছিলে একা তেমতি থাকো
তোমাধিক নিচু গোত্রের কারনে,
হয় কেবল (উচ্চ শ্রেণীর) মান হানে
চেঁচামেছি না করে ঢাকো মুখ ঢাকো
একসাথে বাস কিভাবে নেইতো যোগ্য
'চুপিস্বরে 'হাঁড়ি বলে,___
পিঁছু আছ তোমা তাই মোদের সৌভাগ্য'
যাও...যাও...যাও...
যেখানে আছ তোমা সেটা করে যাও
জ্বলে-পুড়ে-মরে___
খেটে সবি মোদের তাগিদে ফরমাও...