আয়রে নবীন আয়রে প্রবীন
উৎপীড়িত বাঁশির বাজাবো বীণ,
যুগে যুগে দিন আসিতেছে কঠিন
ভাঙ্গবো কারা আজ সুধাবো ঋন'
আয়রে নবীন আয়রে প্রবীন
-আয়রে সবে উচ্চশিরে।
মোরা মৃতবৎ নয়, নই মোরা উদ্বাস্তু
মরুর বুকে জাগাব 'ক বিষাদ সিন্ধু
শোষন-শাসন সবই দেবো মুর্ছে,
বিধির বিধান ছিলো যা এ প্রাচ্য?
ধ্বংসিবো মহাবিশ্ব আজ ছুটিবো টঙ্কারে!
আয়রে নবীন আয়রে প্রবীন
-আয়রে সবে উচ্চশিরে।
শ্রমিকের ঘাম তবে কি বিজাতির?
সেবিছে তোমা কালে ডুবিছে অধীর।
এ ধরার রঙ্গিন-কাটা ইট বালিকনা,
দিয়েছে গেঁথে মিশ্র-শোণিত মুক্তমনা
তারা কেনো ধূলিতে লুন্ঠিত,বঞ্চিত নশ্বরে?
আয়রে নবীন আয়রে প্রবীন
-আয়রে সবে উচ্চশিরে।
শিরোধার্যে নিয়েছে যারা ব্যাথা-ব্যাভিচার,
হৃদয় ব্যথিত আত্মার__আত্ম-চিৎকার!
যে অনলে পুড়ে জীবন তাদের ক্ষুদার্তে?
ফেরে দেখবো আগ্নেয়ের সেই অগ্ন্যৎপাতে
কামার কুমার জেলে চাষা মরছে কেন সংসারে?
আয়রে নবীন আয়রে প্রবীন
আয়রে সবে উচ্চশিরে।