মানুষের চেয়ে বড় কোথা কিছু নাই
স্বর্গ-মর্ত্য সবই পণ্ড মানবেতে ঠাঁই
চাঁদ সূর্য তারা বলো, সবি মিছে হেয়
মানুষ না আসিলে ভবে আসিত না কেহ
যেখানে দেখিবে যাহা পৃথিবীর প'ড়ে,
শোভিছে পরিমল তাহা মানুষের তরে!
কেমন করে থাকি মুই 'মিথ্যা কহে,
'হিংসা অহংকার' দুই মানুষেতে নহে।
চুপিচুপি কহিলা 'নিন্দা আর ঘৃণা'
বল, কেমন দেখায় মানুষ আমরা বিনা?
নিশ্বাস ছাড়িয়া কহে, দুষ্ট 'পাপ
বাহ! "মানুষ ফুলের মত বড় নিষ্পাপ"
ফুলে বসে 'অলি বলে, তাঁরই কানেকানে,
মানুষ হতে পাই যদি 'পুষ্প শুধায় শুনে!
যত মিথ্যা-পাপ আর ব্যাথা ব্যাবিচার
করিব ঘৃণা, টুটিব সকল অত্যাচার।
'জ্ঞান দাও আলো দাও' হে প্রভূ দয়াময়-
মানুষ চিনিবারে যেন, নাহি করি শংসয়।