আমি সাতসাগরের মাঝি
হায়, দিলেম পাড়ি আজই
সাতসাগর আর তেরো নদীর
সোজা পথ হারিয়ে খুঁজি ।
পথের ধারা চেয়ে চেয়ে
বাঁকাজল উঠছে বেয়ে বেয়ে
তীরের কাছাকাছি, অবেলার
কোলাহলে যাচ্ছি হারিয়ে ।
শূন্য নদীর বুকের প'ড়ে
কালবোশেখী আসলো ঘিরে
কোন কূলেতে তরী বিড়াই, ডুবে
গেলেম এক নিমিষের অন্ধকারে।
থেকে থেকে গগন পানে
বিজুলির শিখা আপন মনে
ডঙ্কারিয়া উঠে বজ্র-ধ্বনি, বুঝি
নাইবা দেখা আলোর সনে।
এমন ঝড়-কবলের রাতে
রইনু পড়ে হাওয়ার সাথে
ঝড়ের ঝাপটায় মরছি লড়ে
অরুন প্রভাতের তরুন প্রাতে।
খুব সকালে চেনা চেনা
ইচ্ছে করে মেলি ডানা
ওপাড়েতে যাই উড়ে যাই,
উড়ে আমার যেতে মানা।