. ঘুমাও খোকা ঘুমাও খোকা
নানান কথার ছবি আঁকা
আর ঘুম পাড়ানির গান শুনিয়ে বলে,
মিষ্টি যাদু সোহাগ সোনা
সাতনরির ধন চাঁদের কণা
ঘুমিয়ে পড়্ ঘুমিয়ে পড়্ ঘুমিয়ে পড়্ কোলে ।
শালুক ফুলের মালা গেঁথে
গাঁথা মালা গলের সাথে
পড়িয়ে দেব্ শত আদর সোহাগ মেখে,
চাঁদচম্পা আর পরীর রাণী
করবে সবাই কানাকানি
হেরে যাবে সোহাগ মাখা বদনখানি দেখে ।
ঘুম আসেনা ঘুম আসেনা
ঘুম যে বড় কঠিন সেনা
মাগো তোমায় কেঁদে কেঁদে কই,
তোমার মুখের মিষ্টি সুর
রসে ভরা কিযে মধুর
মধুমাখা কোলে মাগো,আর একটুখানি রই ।
আমি যদি ঘুমিয়ে পড়ি
চুমবে কাকে বক্ষে ধরি
নানা ছলে নানা কলে ঘুম পাড়াবে কাকে ?
বিশ্বে, যত মাতা যত দ্বারে
প্রণাম জানাই বারে বারে
সবাই যেন, ভালবাসে তাঁর জনম দুঃখি মা'কে ।