বড় ইচ্ছে করে ঘুড়ি হয়ে
উড়ি নীল আকাশে,
পথ হারানো পথিক হবো
মুক্ত হাওয়া বাতাসে ।
পাখির সাথে করব মিতে
মিষ্টি সুরে শিহরদোলে,
সুরের ডাকে ঝাঁকে ঝাঁকে
গাইব মধুর পুষ্পমূলে ।
হাওয়ার সনে আপন মনে
বলব মনের কথা,
দক্ষিণধারে লাগবে দোল
দোলবে গাছের পাতা ।
নদীর বাটে যাব ছুটে
নীহারিকা-কুজ্ব টুটে,
শ্যামল ছায়ায় পথ পারায়ে
সকল পাখি জুটে ।
যেথা খুশি সেথা যাব
থাকবে নাকো মানা,
আহা দূর হতে দূর বহুদূর
লাগবে সবই চেনা