পথে পথে ঘুরি আমি;_ পথ হারা পথিক এক
'জন্মদোষে দোষি আমি'_ বুকে জমানো দুঃখ অনেক
সবাই বলে, এই ছেলে রাস্তার ছেলে কি তোর পরিচয়?
কেউ বলে রেললাইনে কিংবা বস্তিতে জন্ম হবে নিশ্চয়
মাগো বলে দাও বলে দাও তুমি, মানুষ এই আমি কে?
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছ এই আমাকে!
মাগো বলে দাও বলে দাও তুমি, গর্ভধারন করেছ এই আমাকে!
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছে এই আমাকে!
কত নাম নাজানা ফুুল প’ড়ে থাকে রাস্তার অলিতে-গলিতে,
কেউ খুঁজেনা তাঁদের মিশে যায় একনিমিষেই লাখো-জনসমুদ্রের ধূলিতে
কেউ জানেনা তাঁরাও জানেনা ভাগ্যের নির্মম পরিহাস...
রাস্তায় জন্ম মিশ্রিত ধূলিতে তারপর এক করুণ ইতিহাস
মাগো বলে দাও বলে দাও তুমি, মানুষ এই আমি কে?
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছ এই আমাকে!
মাগো বলে দাও বলে দাও তুমি, গর্ভধারন করেছ এই আমাকে!
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছে এই আমাকে
চেয়ে দেখো মানুষ আমি এই তোমাদের মতোই ধরিত্রির মাঝে
তবে কেন ধূলিতে লুণ্ঠিত আজ বঞ্চিত এই নষ্ট সমাজে?
ধ্বংস করে দেবো মহাপৃথিবী আর নীলিমার উজ্জ্বল নক্ষত্র
বীণাশ করে দেবো জনতারমঞ্চ আর খামচে দেবো মানচিত্র
মাগো বলে দাও বলে দাও তুমি, মানুষ এই আমি কে?
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছ এই আমাকে!
মাগো বলে দাও বলে দাও তুমি, গর্ভধারন করেছ এই আমাকে!
বাবা বলে দাও বলে দাও তুমি, জন্ম দিয়েছে এই আমাকে!