আজ শুক্রবার
জুমু'য়ার দিন,
আযান দিল
ঐ মুয়াজ্জিন!
আয়রে কিশোর
ছুটে চল,
দল বেঁধে সব
মসজিদে চল!
আকাশ পানে
হাওয়ায় ভেসে,
আসছে ধ্বনি
ডাকছে সবে!
বলে সুধায়
বজ্র কন্ঠক,
সবার তরে
জুম্মা মোবারক!
_______
০৪/০৪/১৭
শহিদুল্লাহ হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়