জোনাক জোনাক জোনাকি
সত্যি করে বল দেখি
মিটিমিটি জ্বলো তুমি, আলো পেলে কোথা..?
চাঁদ সূয্যি দুয়ো ভাই
রাতে দেখি কেউ নাই
কুটিকুটি হাসো তুমি- বুঝি আলোরদেবতা!
চেয়ে দেখো চারিদার
সবই শুধু অন্ধকার
ও-ভাই আঁধারে তুমি আলো দেখ কই..?
রবির কিরণ লেগে
সকলই উঠে জেগে
ডাহা মিথ্যে মোরা আলোরদেবতা নই,
চাঁদ সূর্য তারা সবে
আলো জ্বেলে দেয় ভবে
তাই বলে- তুমি আমি সবে বেঁচে রই।