আমি যদি যাই হারিয়ে
খুঁজবে কি মা বল ?
নয়ত কোন হেলা-ফেলা
আজ নয়ত কোন ছল ।
হয়ত ধর এক ঝড়ের মাঝে
হারিয়ে গেলাম আমি,
ঝড় থেকে এক অসুর এসে
নিয়ে গেল নামি ।
এ পাড়েতে আঁধারক্ষণে
কেবল ভিড়ের কোলাহল
সত্যি করে বল মা আমায়
খুঁজবে কি তুই বল ?
বাড়ির ধারে ডালিম পাশে
শিউলি বোটা তলে,
দেখব আমি চুপটি করে
নামবি যখন জলে ।
দেখবি আমায় ডালের
ফাঁকে ছিঁড়তে গিয়ে ফল ?
সত্যি করে বল মা আমায়
খুঁজবে কি তুই বল ?
পাখি হয়ে সুদূর দেশে
বেহাগ উড়বো ইচ্ছামতি,
কুসুম বনে যাবি কি তুই
ফিরে না আসি যদি ?
সেদিন কি তোর কান্নারোলে
মাগো, ডুববে গগনতল ?
সত্যি করে বল মা আমায়
খুঁজবে কি তুই বল ?