চঞ্চল হিয়া কেন কাঁদিলো প্রিয়া তোমার ঝরিলো অশ্রুজল.?
বিরহে-বেদনে গোপনে-সঙ্গোপনে সজলও চোখে জল করে ছলছল
সন্ধ্যামালতী ফুলহয়ে ফুটতে যখন, তুমি আনন্দে-উল্লাসে
গুন-গুন গুঞ্জরিয়া উঠিত পাপিয়া, যেন রঙ্গিন স্বপ্নের দেশে
বেলা শেষে চোখের কোণে
নিরবে নিভৃতে আপনমনে
সাঙ্গকরে বেলার খেলা অ্যঁকে দিতো মিষ্টিকরে চোখের কাজল
চাঁদের গায়ে আজ যত জ্যোৎস্নার রূপ, রাতের আবেশে চাহে জড়াতে
আঁধারে ঢাকিলো বুঝিবা পৃথিবী, গোপন প্রিয়ার করুণ আঘাতে
কত আঘাত সহিতে সহিতে
ঝর্ণা ছুটে চলে বহিতে বহিতে
ছুটে চলে নদীর পানে, তবু বুক ভরা ব্যথা তাঁর করে ঝলমল