এই যে দেশ, দেশের মানুষ
আসলো কেমন করে
কেমন করে শিখলো 'ভাষা
মিষ্টি-মধুর সুরে?'
থোকা-থোকা কথা।'
পশু-পাখির হরেক রঙের
কিচিরমিচির ভাষা,
আমরা ছিলাম পশুর মতো
ভিনদেশিদের পোষা।
পরের বুলি পাখির মতন
বলতাম শুধু বৃথা।
মায়ের ভাষায় ভাইয়ের ভাষায়
কথা কইতে ভাই,
বরকত, সালাম, রফিক, জব্বার
জীবন দিলো তাই।
জীবন দিলো দেশের জন্যে
বীর শহীদের বেশে'
মরলো যে বীর লাখে লাখে
সোনার বাংলাদেশে
আজ স্বাধীন মোরা বিশ্বজুড়ি।'
'আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশের ফেব্রুয়ারি,
আমি কি তা ভুলিতে পারি!'
১৯.০১.১৯
'''''''''''''''''''''''""""
অমর একুশে হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।