ভোরের দোয়েল শিষ দিয়ে যায় গাছের ডালে ডালে
কি অপরূপ সৃষ্টি তোমার__ দেখছি আঁখি মেলে!
আকাশ বাতাস ক্ষণে ক্ষণে
ডাকছে তোমায় জনে জনে
ডাকছে তোমায় পাকাপাখালি -হাওয়ায় দোলে দোলে॥
পাহাড় ডাকে, ঝর্ণা ধারায় ছুটে রিনিঝিনি,
সিন্ধুপাড়ের শঙ্খা বলে, চিনি তোমায় চিনি!
সাগর বুকের নীরব ঢেউ
শোনেনা-তো কোনো কেউ
কেবল, শোনো তুমি প্রতিধ্বনি -কলকল ছলে॥
সূর্য ডাকে, দূর-আকাশে ঠাঁয় দাঁড়িয়ে,
চন্দ্র ডাকে, দ্যাখো তোমায় বিশ্ব ছাড়িয়ে!
বিশ্ব-ভূবন ধরার মাঝে
সকাল দুপুর সন্ধ্যা-সাঁঝে
ডাকে ডাকে ডাকে তোমায় -ডাকে মাওলা বলে॥