ঐ আকাশে চাঁদের বুড়ি,
হাতে কি তার চরকা দড়ি?
একলা বসে আপন মনে,
সুতোর ডগায় জাল বুনে।
এই বুড়িটা ভীষণ গোঁয়ার,
বসে থাকে মুখ করে ভার।
কয়না কথা কারও সাথে,
মাঘপূর্ণিমা জ্যোৎস্নারাতে।
দিনের বেলা ঘুমিয়ে থাকে,
থোকাথোকা মেঘের ফাঁকে।
সন্ধ্যে হলে সূয্যি গেলে পাটে,
চাঁদেরথালে ঝলমলিয়ে ওঠে।
চাঁদের বুড়ি ডাকছি তোকে,
মন্দ বুঝি বলেছে কি কে?
সব ভুলে যা খানিক হেসে,
আয় নেমে আয় একনিমিষে।
আজকে তবে খোকার সাথে,
আয় খেয়ে যা দুধভাতে!
দুধ খাবি না কলা খাবি,
খোকার খেলার সঙ্গি হবি?
খাওয়াব তোকে বেশি করে,
রসের ডোরে দে'ব ভরে!
রাবড়ি দই আর খির-পায়েস,
পাবি আরাম পাবি আয়েস।