সারানিশি কাটে মোর স্বপ্নজালে
ছিলেম বুঝি ভালোই ছিলেম পরীর মহলে
রাজ পুত্তুর ছিলেম আমি সবার কোলে কোলে!
-আজ এই বৃষ্টি ভেজা সকালে।
বারেক পানে রাখাল ছেলে
আরেক খানে সকল ফেলে
দেনু দৌড় ধেনুর পালে
পাড়া-গাঁয়ের মোতিবিলে।
খেয়ার মাঝি তরী ঘাটে,
বিড়িয়ে ডিঙ্গা বৈরী বাটে।
শ্রাবণ মেঘে বাদল জলে,
ছুটছে বেগে মাদল ঢলে।
পাখির ডানার ছড়াছড়ি,
আঁখির জলের গড়াগড়ি।
ছিটকে হুতাস হচ্ছে ডালে,
ভিটকে বাতাস দিচ্ছে ফেলে।
গগন পানে মেঘের বাহার,
আপন প্রাণে খুলেছে দ্বার।
ডুবলো সৃষ্টি অতল তলে,
ফুললো বৃষ্টি নিটোল জলে।
বৃষ্টি ভেজা সকালে 'গো
-আজ বৃষ্টি ভেজা সকালে।