গাঢ় রৌদ্রের ঝিলমিল আলোকছটা;
পূর্ণ বিভোর ঘোলাটে স্নিগ্ধ সকাল ।
ভোরের আরক্তিম সোনালী আভায় ভূঁইচাঁপার পুষ্পে
সুদর্শন,__ কীট,__ ফড়িং,__ উম্মাদ ঢের মাতাল
তরঙ্গ সমীরে উচাটন কপোত, ঘাস, নীহারিকা, নগ্ন প্রকৃতি
নবমুকুলিত কুঁড়িতে;
তিলেক স্বস্তি সচকিতে;
নির্জনতার মাতাল প্রহরে কোমল ডগা সোনালু, হরীতকী
নাগকেশর ;_____
তৃপ্তি__আহ্লাদ__আকাঙ্ক্ষা সব অবসর
হৃদয়াবেগ থেকে !
সমুদ্রের প'ড়ে ঘন প্রতিবিম্বিত ফর্সা জলে ঢেকে
রাখা, যে শিশিরের নোনতা স্বাদ...?
মিছে তা, অগাধ কল্পনার হাত ।
বিগূঢ় নিটোল জল পানে পরমাত্ত্বার করুণ তৃপ্তি,____
নষ্ট নষ্ট নষ্ট পৃথিবীর সব জল: মৃত; পরিসমাপ্তি
তাদের উচ্ছ্বাসিত মুক্ত ফেনার কল্লোল ।
পাথারের বুকে শ্যাওলা, ধুলিকণা বিরাট সম্বল,
যার দূষিত হাওয়ায়
নক্ষত্রেরা পঁচাবৎ;
মৃয়মান সবুজাভ প্রকৃতির কাছে;
ধূসর পৃথিবী মরে গেছে;
ঢের যুগ আগে ।
মর্ত্যে নরকে বাস্তবতা__তৃপ্তি নেই : তাই মেঘে মেঘে
বল্গাহারায় ছুটি স্বর্গের দ্বারকোণে,
প্রেম,____ কাম,____ চাহিদার মধুকূপ শিহরণে !
তার ভেতর আরও ভেতর যাই
নেহায়েত মিছে- তাতে মোটেও নাই !
পৃথিবী অন্ধ। যেন বোশেখের ঝরা পালক;
ঠিকানা বিহীন পালে পালে বক
সেতারা, হেলাল, অরুন সবই ঝাপসা ঝাপসা গোধূলি ।
তুমি-ই সব...
তোমাতে শব অসহায় জীর্ণ, পূর্ণ অসম্ভব সকল অবাস্তব
জানি পৃথিবী মিছে, তাই একান্তই নিত্য পথ চলি...
যে পথে হেঁটেছিলো শারদ শুভ্রতার বনমালী ।