কমনীয় মেয়ে, তোর চুলগুলো সব রোদে শুকাস,
...ঊষার আকাশে পাপিষ্ঠ সূর্য হবো
শুনতে পাবি কেবল হাহাকার পীত-বাতাস;
দেখতে পাবি, আমার উপত্যকায় বিকেল হলে
কেমন দস্যুদলের দূর্গআক্রমণ: অথচ
এই আকাশজুড়ে মিঠেকুড়ে আলো জ্বলে!
রাতের তারায় থাকিস যদি জানলার পাশে__
দেখবি আমার প্রাগৈতিহাসিক খুনের ব্যঞ্জন;
সাজসজ্জার দাগ লেগে আছে চাঁদের চারপাশে।
বলিস যদি নারী কণ্ঠে; যেমনে বলে মেয়েলোক,
আনন্দযজ্ঞে বিষ পান করে___মরে যাবো '
সসস্মানে ভালোবাসবো তোকে, তুই আদিগন্ত যুবক।"