এইযে দেশ আর দেশের মানুষ
আসলো কেমন করে,
কেমন করে পেলো এমন ভাষা
কথার ঝুড়ি ভরে।
পশু ও পাখির হরেক রঙের
মালটি-কালার ভাষা,
আমরা ছিলাম পশুর মতো
ভিনদেশিদের পোষা।
মায়ের ভাষায় ভাইয়ের ভাষায়
কইতে কথা ভাই,
বরকত সালাম রফিক জব্বার
জীবন দি'ল তাই।
জীবন দিলো রুদ্ধশ্বাসে আপন
ভাষার জন্য,
ধন্যি পিতার ধন্য ছেলে বরকত
ধন্য জীবন ধন্য।
জীবন দিলো সোনার ছেলেরা
বীর শহীদের বেশে,
মরলো যে 'বীর লাখে লাখে
সোনার বাংলাদেশে।