শাসন

শুনোনাগো... বন্ধু আমার
শত জনমে তুই শুধু,
শুধু তুই , বলনা আমার।
তোর চোখে দেখি
রাগ যতই রাশি রাশি,
শতবার বলে মন
তোকেই ভালোবাসি।
ওই রাগ এই চোখে
ভালোবাসার আদর!
তোর শাসন অদ্য অক্ষে,
শীতল ছোয়ায় চাদর!
ওই শাসনে আদর ছোয়ায়,
নয়ন নেশার ঘোর।
তোর শাসন এই কলিজায়
ঘুম ভাঙনো প্রহর।
না শুনি তোর শাসন বারন
যতই করি দুষ্টুমি।
কেনো করিস রাগারাগি,
বলিস কেনো তোর না আমি।
ওগো যাসনে আমায় ছেড়ে!
আমিতো তোর পাখি,
তোকে ছাড়া,বল?
থাকবো কেমন করে!
যানি আমি দুষ্টু ভারি,
না শুনি তোর কথা!
তাই বলে কি,চলে যাবি
আমায় ফেলে একা!
তোকে ছাড়া তোর পাখি,
থাকবে কেমন করে?
তুইতো দেখিস তোর পাখি,
তোকে ছাড়া কাঁদে কেমন করে!
বলছি কথা শুনব তোর!
শুনব শাসন বারন।
হবনা তোর আজকে থেকে
কোনোই রাগের কারন।
করবনা আর দুষ্টুমি এই,
লক্ষী মেয়ে রই।
কথা দে বলবিনা আর,
যাবি চলে তুই!