শেষবেলা

এই জন্মের প্রিয় তুমি
    সাত জন্মের সাথী,
ভয় আমার হারাবার
     আগলে তোমায় রাখি।
তোমায় নিয়ে যাবার আগে
     যেনো আমায় নিয়ে যায়।
খোদার কাছে এই মিনতি,
     আমার আর কিছু না চাই!
চাইনা আমি হিরে মানিক,
     চাইনা মুক্ত দানা।
তুমি শুধু থেকো পাশে,
     দুরে যেওনা।
এদিন যদি আমি চলে যায়!
     যেওনা,তুমি চলে।
তোমার বাড়ির বাঁশবাগানে
      রেখো সেথায় মাটির স্থলে।
বাঁশবাগানের ঝোপের তলে,
      দিওগো আমায় শুয়ে।
বিপদ থেকে করব আড়াল
      তোমায় ছায়া দিয়ে।
যখন আমায় পড়বে মনে,
      ডেকো আমায় শুনবো আমি।
তোমার পাখি দাড়িয়ে আছে,
      পরান ভরে দেখবে তুমি।
ঝোঁছনা রাতে দুজন মিলে,
      বলবো কথা প্রহরগুনে।
করবেনা কেউ জালাতন,
      কাটবে প্রহর আপনমনে।
এমন করেই রইব দুজন,
      জনম জনম ধরে।
রাখব তোমায় বিপদ থেকে,
      আড়াল ওগো করে।