আমি সেই পৃথিবী চাই!
যে পৃথিবী হয়েছিলো স্বাধীন,
যেথা ছিলো কোটি মানবের ঠাই।
সেই পৃথিবী কোথায়?
যেথায় শিশিরে মুক্ত ঝরে।
পাখি সেথায় মুক্ত গগনে,
ডানা ঝাপটাই।
আমি সেই পৃথিবী চাই!
যেথায় হাজারো বোনের আর্তনাদে,
জেগেছিলো কোটি ভাইয়ের প্রাণ।
যেথা কোটি মায়ের এক ফোটা জলে,
লেগেছিলো কোটি ছেলের, কলিজায় টান।
আমি সেই পৃথিবী চাই,
যেথা মানুষ হবে এক,
রইবে না ভেদাভেদ।
যেথায় পাইবো মোরা সন্ধান,
সুখের সমাবেশ।
সেই পৃথিবী চাই!
সেই পৃথিবী কোথায় ?
রয়েছি বসে আজও,
তারই অপেক্ষায়।