অষ্ট হায়ন
অষ্ট হায়ন দিয়েছি,
এ কামনায় পাড়ি।
কামনা এ আদমির খোঁজে
গুনেছি প্রহর ঘড়ি।
অদ্য পূর্ণতা পেলো,
এ অষ্ট হায়ন!
অসুতে পূর্ণতা পেলো,
অদ্য নয়া স্বপন।
জুনে মাসে সপ্তদশে,
ও যে সেদিন শুক্র, আসে!
অদ্য আমি নয়া সাজে।
নয়া বধু বেসে,
লাজে অক্ষি মোর।
কবুলে পেলো সাক্ষী,
আদমি তিনি মোর।
সয়ং তাহার লক্ষী,
সয়ং বেধেছি তারই হস্তে।
মোর ইহ-পরকাল,
আসুক বাধা যতই তাহার।
আদমির সয়ং হব ঢাল,
ছিলো মোর শুন্য অসু।
অদ্য পূর্ণ হলো,
কামনা বুঝি অদ্য,
আদত পূর্ন পেলো।