ও মেয়ে তুমি কেনো এত চুপ?
তোমার অশ্রু জলে পূর্ণ নদী,
তাহাতে দিচ্ছে ঐ
শকুনেরা ডুব।
ও মেয়ে তুমি কেনো এত চুপ?
ও মেয়ে জেগে উঠো
ভাঙো ঘুম।
মুষ্টিতে লও তলোয়ার,
চূর্ণ করো আলোক হীন দ্বার।
ও মেয়ে তুমি কেনো এত চুপ?
তুলো আনন দেখো চারিদিক
হও সেথা হুশিয়ার।
তুমি যোদ্ধা মেয়ে,
তুলো হস্তে তলোয়ার।
ও মেয়ে তুমি কেনো এতো চুপ?
হও উদ্যম তুমি নারী!
দৃষ্টি তোমার তীক্ষ্ণ কর ,
ধরো মুষ্টিতে তরবারি।