নতুনের ছোয়া লেগেছে আজ
লেগেছে সবার গায়ে,
প্রভাতে উঠেছে মাঝি
গেয়েছে গান নাউ ভাসিয়ে।
প্রকৃতি সেজেছে নতুন করে
মাঝি গেয়েছে ভাটিয়লি গান।
কবি লিখেছে কবিতা, তাই
বিচলিত কবির প্রাণ।
নীল গগনে পাখি মেলেছে
তার দুটি পাখনা,
প্রজাপতি মেলেছে ডানা
যেথা খুশি যায় যাকনা।
ফুটেছে ফুল সুবাস নিয়ে
সেজেছে রঙিন সাঁজ।
দুটি ফুলের মিলনে তাই
নির্ঝরা ছোয়ায় লাজ।
নতুনের ছোয়া বুঝি
লেগেছে আজ,
প্রকৃতি সেজেছে বুঝি
তার মায়াবি সাঁজ।