তুমি উচ্চ শিরে
ওঠা এক আগন্তুক।
এতোদিন কোথায় ছিলে,
দেখিনি তোমায় , কেটেছে কত যুগ।
আজ তুমি নয়ন সম্মুখ
তুমি ধোঁয়াশার মায়াজাল।
তোমার গর্জনে উঠেছি কেঁপে,
বিশ্ব, আমার উথাল পাতাল
তুমি ঝড়ের বেগে,
ধেয়ে আসা সাইক্লোন।
তুমি সহসা ছুয়ে দেয়া -
সেই সপ্নবাহন।
তুমি মহাসাগরের তলে
উদ্গম অটল ঢ...
দেখেছি আমি তোমায়
দেখেনি অন্য কেউ।
দেখেছি তোমায় দুর -
ঐ বালুকনার তীরে।
দেখছি সেথায়, থাকতে তোমায়
তাবুগড়া নীড়ে।
তুমি এসে ছুঁয়েছো যা
উঠেছে তাতে ঝড়।
সয়েছি নীরবে তাহা
সেছিল মায়ার চাদর।