চিৎকার দিয়ে উঠে আমার ভিতর
যেন ছিড়ে বেড়িয়ে যেতে চায় হৃদয়,
যেন বার বার বলতে চায়-
আমি অসহায়, আমি অসহায়।
তুমি বলে ছিলে ভালবাসা দিবে,
তবে কেন ফিরে গেলে,
আমাকে একা ফেলে।
এই বিভীষিকাময় পৃথিবীতে
আমি এখন কি নিয়ে থাকবো
তা কি তুমি বলতে পারবে।
না, পারবে না তুমি বলতে
কারণ তুমি অসহায় নও
শুধু আমাকে ফেলে গেছ অসহায় করে।
তাইতো ব্যাথিত হৃদয় থেকে বার বার উচ্চারিত হয়।
আমি অসহায়,
কি আমার অপরাধ,
কেন আজ এই পৃথিবীতে আমি অসহায়।
হয়ত আমি তোমার সহায় হতে চেয়েছিলাম বলেই
আজ এই আমি বড় অসহায়।
বড় অসহায়।