আমি বলিকি!
প্রাণপ্রিয় সখী
ভুলে যাও,
ভালোবাসার অভিপ্রায়ে
কত দাহ যাইবা সয়ে?
অন্ধ বিশ্বাসে
মিথ্যে আশ্বাসে
অন্তরে কাউরে রেখোনা
ভালো তুমি বেসো না
প্রাণপ্রিয় ললনা।
বিশ্বাস চুকে গেলে
পারবে কি থাকতে ভুলে?
সম্ভ্রম হারিয়োনা
পাবে শুধু লাঞ্চনা
প্রাণপ্রিয় ললনা।
অলীক আশ্বাসে,
অন্ধ বিশ্বাসে,
ভালো তুমি বেসো না,
দেখিয়ে মেকী বিভ্রম
হারাবে তোমার সম্ভ্রম
এমন খপ্পরে পড়ো না
শেষে পাবে শুধু গঞ্জনা
প্রাণপ্রিয় ললনা।