চরণ কালো,কৃষ্ণ হাত
মুখখানি-ই তার অবদাত।
ঝোপঝোড়ে ঢাকা দেহ
আঁচ করবে কেমনে কেহ?
গাবানো কেমিক্যালে মাংস থোক
দেখে ক্রাশ খায় কতক লোক।
বাটিকা বরিশাল,মজবুত চোয়াল,হনু।
কথার ঘোরপ্যাঁচে আটকে মোগ,মনু।
এই-যে ম্যাম,সবি শ্যাম,মুখখানাই মনোহর।
ময়দা মেখে ভেলকি এঁকে রূপসী -লহর?
আমি বলি কি! ইকি-বিকি সব ছাড়ুন।
তীক্ষ্ণ ভাবুকে নিজেকে একটু পড়ুন।
নিষ্প্রভ প্রহরে কাপট্য অশ্লীল প্রীতি
ভালোবাসার নামে এ কেমন রীতি?